লেখার স্রোত । "কে বা কি তোমাকে আলোকিত করে তুলে?"

avatar

lekhar sroth.png

লেখার স্রোত, পর্ব ২।

এই দুনিয়ার চলার পথে দেখা হয় নানান মানুষের সাথে, এই সব মানুষের ভীরে রয়ে যায় কিছু স্মৃতি, কিছু মানুষের ছুঁয়া, কিছু মনেরাখার মতন গল্প।তবুও সব হয়ে যায় শেষ, যেমন ভাবে শুরু হয় তেমনি ভাবে শেষ হয়ে আশে সব কিছু। প্রশ্ন হল, এত স্মৃতির মধ্যে কাকে বা কোনগুলো আপনি আক্রে ধরে রাখবেন? আর তাও বা কেন, কি কারণে?

চলুন একসাথে কারণ গুলো যুক্ত করি, যদি মিলে যায়? একা একা কার ভাল লাগে গুছাতে? একাকীত্ব আর ক্লান্ত মন, সব সময় খুঁজে ফিরে কিছুর অপেক্ষায়, কাউকে বা কোন স্মৃতিকে আকরে ধরে জীবনের পথে আগাতে। তেমনি আমি, আপনি ও সবাই ছুটে বেড়াই সেই গল্পগুলোর কাছে, যা আমাদেরকে আমাদের সাথে পরিচয় করায় দেয়। প্রথম পাতায় থাকবে আপন মানুষজন যাদেরকে ভুলে থাকা যায়না, আর থাকবে আপন জিনিষ, যার মূল্য কখনো কমবেনা। দ্বিতীয় পৃষ্ঠায় থাকবে সেই পছন্দের শখগুলো যেগুলো ছাড়া আমরা কখনো কেও নিজেকে চিন্তে পারবনা। তৃতীয় পৃষ্ঠায় থাকবেন আপনি।

আমি একসময় ভাবতাম যে কিছু মানুষ ছাড়া বাঁচব কীভাবে, কিন্তু জীবন আপনাকে শিখায় দিবে, তা নিয়ে ভাবতে হবেনা। উলটো, এটা নিয়ে ভাবা যায় যে ওই কিছু আপন মানুষজন কারা আর কি কারণে ওরা আপনার আপন। ওই কারণ গুলো একসাথে যুক্ত করে নাহয় ওইগুলো ছাড়া নিজেকে কেভাবে মানিয়ে নেওয়া যায় তা শিখা যায়। খুব রসকষহীন কথা বললাম বুঝি? আসলেই। আপন মানুষদেরকে সব মানুষের সাথে তুলনা করা যায়না, তাই ওদের জন্য আলাদা জায়গা করে নিতে হয়। কিছু মানুষ ছেড়ে চলে যায়, অথচ কিছু মানুষকে আমরা ভুলে যেতে চাই কিন্তু তবুও ভুলতে পারিনা। এই ভাবে আমরা আমাদের আপন মানুষগুলো বেচেনেই আর এরিমধ্যে লুকিয়ে রাখই আমাদের ভালোলাগার মানুষদেরকে। প্রকাশিত হয়না সবসময় আবার লুকানো থাকে না সবকিছু। আপনি কি আপনার আপন মানুষের খেয়াল রাখেন? ওকে বুঝেন? বুঝতে চান? না বুঝলেও চেষ্টা করেন? আপন মানেই এক্সট্রা যত্ন রাখা, সব কিছুই একটু পরিমাণে বেশি, তাই ওরা আপন।

আবার আগলে রাখতে গিয়ে অতিরিক্ত কিছু না করাও আমাদের মাথায় থাকে। অনেকটা এই কারণেই মানুষ আপন মানুষকে সবসময় ওই ভালবাসা আর যত্নে রাখেনা। যাই হোক, আপনি তো আপনার আপন জনকে একা করেননি? ফিলসফেররা বলেন যে, প্রত্যেক মানুষের ৫ থেকে ১০টা আপন মানুষ থাকে। আর বেস্ট ৩ থেকে ৫ জনের ব্যাবহারে আপনি নিজেকে খুঁজে পাবেন। আমি একবার চেষ্টা করেছিলাম, আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন, মজার ব্যাপার। আমরা একে অপরকে কতটা ইনফ্লুয়েঞ্জা করি তা বোঝা যায়।

এখন, পছন্দের শখ ও আপন জিনিষ নিয়ে সংক্ষেপে বলতে চাই। আপন জিনিসগুলোর সাথে সব সময় এক মুহূর্ত বা স্মৃতি জড়িত থাকে। তাই আপন জিনিষ আর সখ এর ব্যাপারটা ভিন্ন। সখ কখনো স্থায়ী হয় আবার কখনো স্বল্প সময়ের জন্য। যেই সখকে আমরা দীর্ঘ সময়ে পরিবর্তন করতে পারি, সেই আমাদের সাথে চিরজীবন রয়েজায়। এখানেও ব্যাপারটা একী, সেই সখের পিছনে সময় ব্যয় করা হয়, যত্নে গরা হয়, সেই সখ আপনার পছন্দের সখ এ পরিণীত হয়।

অনেক বেশি লেকচার বাসেদ হয়ে গেলো, চলুন এখানে শেষ টানি। আপনি যদি কখনও দ্বিধাবোধ করেন নিজেকে নিয়ে, ঘুরে আসবেন কল্পনার জগতে, যেখানে আপনার প্রিয় মানুষজন আপনার অপেক্ষায় বসে থাকে সারাক্ষণ, যেখানে আপনি আপনার সব স্মৃতি ফীরে পাবেন, যা আপনাকে আপনার নিজের সাথে পরিচয় করাতে সাহায্য করবে। আর যদি কখনও আপনি ভুলে যান আপনার প্রিয় সখগুলো, আবার ফিরে আসবেন, শিখতে। কিছু সময় সব সময় আপনার জন্য থেমে থাকবে, আপনার অপেক্ষায়।

সমাপ্ত!


{Cover- Image from Pexels}


Background: I really wanted to start up writing in Bangla all over again. If we do not connect willingly, there is no one who will make the connection for us. I do want to extend my language skills further.

While trying to do so, this is a shot from my side, to keep my language ALIVE; লেখার স্রোত. If you are willing to write for লেখার স্রোত, feel free to join every MONDAY & WEDNESDAY, and write whatever your mind yearns for in Bangla language. Let it be a small write-up or a lengthy one, try to write. You can add the tag "flowofwriting" so that we all are on the same page. I want it to be like a game, so let us be in it together.

Bangladeshis are all over the world yet we don't embrace Bangla language, instead, some of us still fear using the language prominently. WHY? So, let us change that! Our language is our pride!



0
0
0.000
2 comments