আমার মা এবং আত্মউপলব্ধি

avatar
(Edited)

আম্মুর সাথে কথা হচ্ছিলো, পুরোনো সেই কথা, আজকাল আম্মুর সাথে আর মন খুলে কথা বলা হয়না! কারণ একটাই, কষ্টের কথা বল্লে আম্মু মন খারাপ করে ! তাই কষ্ট চেপে বাকি কথা বলে ফোন রেখে দিতে হয়!

আমাদের বাড়ি, আমি বাড়ি বলি লোকেরা গ্রামের বাড়ি বলে! গ্রামের বাড়ি বলে আদো কি কিসু হয় ? বাড়ি আবার গ্রামের হয় ? সে যাই হোক, ভিন্ন লোকের ভিন্ন কথা!

20190316_130129.jpg

মায়ের কথায় ফিরে আসি, কষ্টের কথা বলি না তাকে কিন্তু, তার কথা কিন্তু শুনতে তো দোষ নাই!

ICU থেকে ফেরার পর দুই মাস কেটে গেসে আম্মুকে বলসিলাম কিভাবে সে তার এই নতুন জীবনে চলতে চায়!

এক অদ্ভুত মায়া আম্মু আর তার বাড়ির! থাক না টিকে আরো কিছু বছর, এই মায়া, এই জীবন, এর সার্থকতা আমি খুঁজে বেড়াই!

"প্রতিটা গাছ, শিকড়, আমার সন্তানের মতো"
আম্মু এভাবেই বলসিলো!

একদিন এই কথা গুলা বলার কেউ থাকবেনা ভাবতেই গা শিউরে ওঠে! অনুভূতি হয় ঠিক ICU এর বারান্দায় এক কোন প্রভুর স্মরণাপন্ন অসহায় আমি!

অনেক কিসু করতে ইচ্ছা করে আব্বু আম্মুর জন্য! কিছুই করতে পারছিনা, যা করি মন যে ভরেনা!

চাকুরী নামক দাসত্ব, উন্নয়ন নামক জ্যাম, ভালো থাকা নামক ভাড়া করা জেলখানা যার গেট ১১ টায় বন্ধ হয়- যেখানে আকাশ ছোঁয়া যায় না ছাদের গেট ভাড়াটিয়াদের জন্য চিরতরে বন্ধ থাকার কারণে!

এই করতে করতে কখন আমার মেয়েরাও বড় হয়ে যাবে! আম্মু-আব্বু তো তবু শেকড় নিয়ে আছে, আমাদের প্রজন্মের তো একটা ঠিকানাও নাই !

আম্মুর সাথে আবার কিছুকাল থাকতে পারতাম ! সেই যেমন ছিলাম, রেডিও তে উত্তরণ আর নিশুতির গল্প, মা আর ছোট ছেলের এক জীবন! বাবা দূর পরবাসে, ভাই বোন উচ্চ শিক্ষা পেতে এই ঢাকাতে! আজব শহর, প্রাণের শহর!

সেই দিনগুলো, একটা পাতা পড়লেও টের পাওয়া যেত, শিশিরের ফোটা শুকনো কোনো পাতায় পড়লে ভয়ে আম্মুকে আঁকড়ে ধরার দিনগুলোতে ফিরে পেতে চাই! কেউ কি জানবে আমাদের সেই সময় গুলোর কথা !

ভালো থাকুক সব বাবা এবং মমতাময়ী মায়েরা!

#জীবনথেকেনেয়া



0
0
0.000
5 comments
avatar

চাকুরী নামক দাসত্ব, উন্নয়ন নামক জ্যাম, ভালো থাকা নামক ভাড়া করা জেলখানা যার গেট ১১ টায় বন্ধ হয়- যেখানে আকাশ ছোঁয়া যায় না ছাদের গেট ভাড়াটিয়াদের জন্য চিরতরে বন্ধ থাকার কারণে!

এইটা জাস্ট খেয়ে পরে বেঁচে থাকা, আর কিছু নয়। যান্ত্রিক জীবন।

এক অদ্ভুত মায়া আম্মু আর তার বাড়ির!

জীবনের সবটুকু সময় কাটিয়ে সে জায়গার মায়া ত্যাগ করে ছেড়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, হলেও খুব কঠিন। আমার আম্মু-আব্বুও এর ব্যাতিক্রম নয়।

ভালো থাকুক সব বাবা এবং মমতাময়ী মায়েরা!

আমীন 🙏

0
0
0.000
avatar

আরো কিছু কথা আছে , আর একদিন নাহয় বলবো! আম্মুকে খুব মিস করছি , ঈদ-এ লম্বা একটা ছুটির প্রত্যাশায়...!

সময় করে পড়ার জন্য থাঙ্কস!

0
0
0.000
avatar

চাকুরী নামক দাসত্ব, উন্নয়ন নামক জ্যাম, ভালো থাকা নামক ভাড়া করা জেলখানা যার গেট ১১ টায় বন্ধ হয়- যেখানে আকাশ ছোঁয়া যায় না ছাদের গেট ভাড়াটিয়াদের জন্য চিরতরে বন্ধ থাকার কারণে!

কিছু বলার ভাষা পেলাম না, চোখ বন্ধ করে উপলব্ধি করলাম শুধু 🙂

0
0
0.000
avatar

না আছে ওপেন মাঠ না আছে পরিবেশ! সকল বাড়িওয়ালাদের একবার ভাবা উচিত বিষয়টা! রুলস থাকতে পারে বাট টোটালি ক্লোস্ড মানা যায় না!

0
0
0.000