Sri Lanka in difficult situation, Sri Lankan cricketers in the movement to save the country!
Sri Lanka is a country that was not in the world headlines a few days ago but now the Ukraine war has caught the attention of the world with a different headline. The challenge is not to expand the business but to survive. The common people of the country are waiting for the wrong steps of the government to declare the country bankrupt. That is why the Sri Lankan cricket team started the movement from afar
Although Sri Lanka became independent in 1948, the country has never experienced such a recession in its history, and the country's civil war ended in 2006. According to the IMF, the country will have to repay its debt this year with 500 500 million, but Sri Lanka has only 23 232 million in foreign exchange, so many more are speculating that the country is on the verge of bankruptcy. Up to 400 grams of powdered milk 790 rupees 1 kg sugar 290 rupees a cup of tea 29tk Autorickshaw fares and huge rates have risen due to the crisis of fuel oil. The only demand is the resignation of the head of state
Sri Lankan cricketers in the IPL are having a difficult time, says Sri Lankan cricketer Kumar Sangakkara, who is in the IPL. People are trying to solve the situation. Many people are trying to solve it but many more are trying to take advantage of it. In this situation, people should be listened to. Political ideology should be removed. Mahela Jayawardene writes in Sri Lanka Emergency has been declared in Sri Lanka I am sorry people have the right to fight for their rights but their detention cannot be accepted. There is no time to lose faith. Don't make excuses Yeh
He said that the government should not step down if it could not solve the problem. He said that he was with the people of Sri Lanka. Big tournaments like World Cup Asia Cup will be held in Sri Lanka again or all will be lost.
Source
শ্রীলংকা বেশ ক'দিন আগেও যে দেশটি বিশ্ব শিরোনামে ছিল না মুহূর্তে ইউক্রেন যুদ্ধের মধ্যে ভিন্ন এক শিরোনামে সারা বিশ্বের নজর কাড়লো দ্বীপরাষ্ট্র টি যে ছেলেটি ক'দিন আগেও স্কুলে যাওয়ার জন্য দিনের ছক কষছে এখন রাস্তায় সরকার পতনের আন্দোলনে কাগজের অভাবে আঁধারে ডুবেছে শিক্ষাব্যবস্থা ব্যবসায়ীদের মগজে আর ব্যবসা বাড়ানোর চিন্তা নেই বরং টিকে থাকাটাই তাদের চ্যালেঞ্জ দেশটির সাধারণ মানুষেরা সরকারের নানা ভুল পদক্ষেপের শিকার অপেক্ষায় দেউলিয়া রাষ্ট্র ঘোষণা লঙ্কার অবস্থা তখন কিভাবেই বা মন ভালো থাকে দেশের ক্রিকেটারদের কুমার সাঙ্গাকারা মাহেলা জয়াবর্ধনে লাসিথ মালিঙ্গা জাতীয় ক্রিকেট খেলেছেন এই দেশটা বড্ড অসহায় রাজনীতির কূটচালে বৃদ্ধ ঋণের বোঝা মাথানত তাইতো দূরে থেকেই আন্দোলনে নামলে শ্রীলঙ্কান ক্রিকেট দল
1948 সালে শ্রীলঙ্কা স্বাধীন হলেও এতগুলো বছরের ইতিহাসে কখনো এতটা অর্থনৈতিক মন্দায় পড়েনি দেশটি অথচ দেশটিতে 2006 সালে শেষ হয় গৃহযুদ্ধ গৃহযুদ্ধের সময়টাতে অলংকার অর্থনীতি মুখ থুবরে পড়ে নি তবে প্রেসিডেন্ট গতাবায়া রাজাপক্সা ও তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে সরকারের নানা পদক্ষেপের ধীরে ধীরে শীলঙ্কান ঋণের পরিমাণ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফের এক তথ্য দিচ্ছে ভয়ঙ্কর বার্তা চলতি বছরে দেশটিকে ঋণের দায় পরিশোধ করতে হবে 500 কোটি ডলার অথচ শ্রীলংকার হাতে আছে মাত্র 232 কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সুতরাং নতুন করে আরও অনেকেরই ধারণা দেশটি হাঁটছে দেউলিয়া হওয়ার পথে বর্তমানে দেশটির প্রতি কেজি চালের দাম উঠেছে 500 টাকা পর্যন্ত 400 গ্রাম পাউডার দুধের দাম 790 টাকায় 1 কেজি চিনির দাম 290 টাকা এক কাপ চায়ের দাম 29tk জ্বালানি তেলের সংকটের কারণে বিমান রেল-বাসে অটোরিকশার ভাড়া ও বিপুল হারে বেড়ে গেছে তীব্র জ্বালানি সংকটে ভুগছে শ্রীলংকা দৈন্যদশায় নিরুপায় সাধারণ মানুষ নেমেছে রাজপথে প্ল্যাকার্ড ব্যানার মুখরিত স্লোগানে তাদের একটাই দাবি গোটা গো হোম সরকার রাষ্ট্র প্রধানের পদত্যাগ
চাই সমগ্র লঙ্কা শুক্রবার রাত থেকেই দেশটিতে ছড়াতে শুরু করে বিক্ষোভ প্রেসিডেন্ট ভবনে আটকে রাখে আন্দোলনকারীরা দেশটিতে জারি হয়েছে জরুরি অবস্থা ফেসবুক টুইটার ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে দেশটির এমন অবস্থায় চিন্তিত লঙ্কান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএলে থাকা কুমার সাঙ্গাকারা লেখেন শ্রীলংকার জনতা অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রতিদিন তাদের যে লড়াই করতে হচ্ছে সেটা দেখে মন ভেঙে যাচ্ছে মানুষের পরিস্থিতিতে সমাধানের জন্য আওয়াজ তুলেছেন অনেকেই সমাধান করার চেষ্টা করছেন কিন্তু আরো অনেকেই তার সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এই পরিস্থিতিতে মানুষের কথা শোনা উচিত রাজনৈতিক মতাদর্শ দূরে সরিয়ে সবার উচিত একসঙ্গে সমস্যা মোকাবেলা করা লঙ্কা নারীদের মাহেলা জয়াবর্ধনে লিখেন শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি হয় আমি দুঃখিত নিজেদের দাবি-দাওয়া নিয়ে লড়াই করার অধিকার মানুষের রয়েছে কিন্তু তাদের আটক করা মেনে নেয়া যায় না যারা সত্যি কারের নেতা তারা নিজেদের ভুল স্বীকার করে নেন এই সমস্যা তৈরি করা হয়েছে তাই তার সমাধান সম্ভব বলে আমার বিশ্বাস নষ্ট করার মত সময় নেই অজুহাত না দিয়ে
সরকারের উচিত সমস্যার সমাধান করা সেটা না করতে পারলে সরকারের সরে যাওয়াটাই উচিত না জানিয়ে দিয়েছেন তিনি শ্রীলংকার মানুষের সাথে আছেন দেশের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন লঙ্কান ক্রিকেটাররা রাজাপাকসে ওয়ানিদু হাসারাঙ্গা সাঙ্গাকারা-শ্রীলংকা কি বেরিয়ে আসতে পারবে মহাশংকর থেকে আবার আগের মতন দেশটিতে স্বাভাবিক পরিবেশে ফিরবে ক্রিকেট আইসিসির বড় বড় টুর্নামেন্ট বিশ্বকাপ এশিয়া কাপের মতন আসরকে আবারো বসবে শ্রীলঙ্কায় নাকি সব হারিয়ে যাবে