পরীক্ষার কেন্দ্র!
বছর জুড়ে যা পড়ি পরীক্ষা কেন্দ্র হলো তা প্রকাশ করার জায়গা । পরীক্ষার হলে মূল কথা খাতায় কিভাবে লিখতে পারি তার উপরই তো নির্ভর করে আমাদের স্বপ্ন ! আমাদের ভবিষ্যত ।
আমার প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা চলছে ।রাত জেগে জেগে পড়ে পরীক্ষা দিতে যাই ।থিওরি আমার মাথায় ঢুকেনা খুব একটা , ঢুকলেও অনেক সময় লাগে ।কোর্সের পড়া বুঝে বুঝে পড়ার হলে পড়তেও সুবিধা হয় কিন্তু থিওরি বুঝে পড়ার থেকে মুখস্থ বেশী করতে হয় , আর আমার মুখস্ত পড়া মনে থাকেনা ।
প্রতি সেমিস্টারে পাঁচটা করে কোর্স ।তিনটা কোর্সের পরীক্ষা শেষ হয়েছে ইতিমধ্যে ।গতকাল যে কোর্সের পরীক্ষা দিলাম তা ছিলো জেনারেল কমার্শিয়াল ল' পরীক্ষা ।এতো সেকশন কী একজন সুস্থ মানুষ মনে রাখতে পারে !!
মোটামুটি প্রিপারেশন নিয়ে গেলাম পরীক্ষা দিতে ।ভেবে নিয়েছিলাম যদি না পারি তাইলে এই কোর্স ইম্প্রুভ রেখে আসবো !
প্রশ্ন পেয়ে দেখি যা পড়েছি তাই আসছে প্রশ্নে ! আমি তো সেই খুশি । ভাবলাম যাক , খুব খারাপ হবেনা এই পরীক্ষাটা ।
পরীক্ষা শুরুর আসে কেন্দ্রে গার্ড দেওয়া শিক্ষকগণ বলে দিয়েছিলেন যাতে কারো কাছে ফোন না থাকে , ফোন থাকলে যাতে সাইলেন্ট বা বন্ধ করে সামনে রেখে যাই । আমি আগেই ফোন সামনেই রেখেছিলাম।
আমি তখন লিখছিলাম "essential elements of contract", দ্বিতীয় নম্বর সেকশন লিখছিলাম "Intention to create legal relationship ,(section CH 3)" , খুব মনোযোগ দিয়ে লিখে যাচ্ছিলাম আর হঠাৎ করে একটা রিংটোন বেজে উঠলো ! ভাবলাম কেউ হয়তো নকল করতে ফোন নিয়ে বসছে ! কিন্তু আমার ভাবনা ভুল ছিলো , ফোনটি ছিল গার্ড দেওয়া একজন শিক্ষকের !
পরীক্ষার হলে প্রায় শেষের দিকে সিট পরেছিলো তবুও সামনে থাকা সন্মানীয় ছয়জন শিক্ষকের ফোনের রিংটোনই আমার ভালো মতন পরিচিত হয়ে গেছে।কারণ একটু পর পরই তাদের ফোন বেজে উঠছিলো ! সাইলেন্ট করা তো দূরে থাক তারা পরীক্ষা কেন্দ্রে বসেই কল রিসিভ করে কথা বলছিলো !! এতটা জোড়ে জোড়ে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলো যে তাদের সকলের সাংসারিক আলাপও আমাদের জানা হয়ে গেছে!
বারেবারে মনোযোগ ক্ষুন্ন হচ্ছিলো আর আমি সেকশন ভুলে যাচ্ছিলাম।পরীক্ষার মাঝখানে ইচ্ছে করছিলো লেখা বাদ দিয়ে স্যারদের দিকে তাকিয়েই তাদের গল্প শুনি আর তাদের কল রিসিভ করতে সাহায্য করি ।কিন্তু টতা তো আর সম্ভব না তাই অনেকতা ধৈর্য্য ধরে পরীক্ষা শেষ করলাম ।
পরীক্ষা কেন্দ্র , যার ফলের উপর আমাদের অনেকের ক্যারিয়ার নির্ভর করে আছে সেই কেন্দ্র যদি আমাদের মনোযোগ নষ্ট করার জায়গা হয় সেখানে আর কী বলবো!
রাগ না আফসোস হচ্ছে । পরবর্তীতে পরীক্ষার প্রস্তুতি খালি পড়ে না , পড়ার পাশাপাশি প্রচুর কথা আর শব্দের মাঝে পরীক্ষা দেওয়ার মানসিক অবস্থাও তৈরী করে কেন্দ্রে যেতে হবে। অভ্যাস থাকলে আর কোনও কিছুই ব্যাঘাত ঘটাবেনা ।
আজকের মতন বিদায় নিচ্ছি , আমার আজকের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷
Hi @mariumsehri, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON