আউটডোর ওয়ার্কশপ
ভাবছিলাম আউটডোর ওয়ার্কশপ নিয়ে কিছু লিখবো । লিখতে বসে টাইটেল নিয়েই বিপদে পড়লাম । একবার ভাবলাম "আউটডোর ওয়ার্কশপ-মস্তিষ্কের খাদ্য" দেই , আবার চিন্তা করি না বেমানান । শেষমেশ আর দিবনা বলে মনঃস্থির করলাম । যাই হোক , আর্টিস্ট হিসেবে প্রায়শই আমার আউটডোর ওয়ার্কশপ এ যাওয়া হয় । কারণ আমি মনে করি যে এটা মস্তিষ্কের খাদ্য । নিয়মিত ওয়ার্কশপ না করলে আপনার জ্ঞান সীমিত থাকবে, যেটা একদম ই থাকা উচিত না । তাছাড়া যখন ই আপনি আউটডোর ওয়ার্কশপ এ যাবেন তখনি নতুন কারো সংস্পর্শে আসতে পারবেন, তাতে করে নতুন কিছু শেখার কিংবা শিখানোর সুযোগ থাকে । এমনিতে ঘরে বসে আপনি চাইলে অনেক অনেক কাজ করতে পারেন, তবে আমার সাজেশান থাকবে নিয়মিত আউটডোর ওয়ার্কশপ এ যাওয়ার জন্য । আউটডোর ওয়ার্কশপ এর সবচেয়ে বেশি যে জিনিসটা আমি বেশি উপভোগ করি সেটা হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে আসতে পারা । একটা ক্লাব চালানোতে আমার প্রায়শই আউটডোর ওয়ার্কশপ এ যাওয়ার সুযোগ হয় । এই যেমনটা গত শুক্রবার এ গেলাম সোহরাওয়ার্দী উদ্যান এ । সেখানকার কিছু ছবি ই আজকে শেয়ার করলাম ।
যদিও এটা আমার করা কাজ তারপরেও ওদেরকে আমি দিয়েছিলাম হাত চালানোর জন্য ।
আমার অতি সাম্প্রতিক সময়ের কাজ করাকালীন সময়ের ছবি
ধন্যবাদ .
Congratulations @kinab! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Looks fun.
I have no hand with coloring or any kind of art. But when I see people others do this (around DU/fine art's institute, where I visit very often) I take some time to observe them. It gives me happiness to see creative people.
Do stick with us. Observing art also gives a satisfactory feeling, it is maybe termed as aesthetic feelings if I am right.