দরিদ্রাতার চিহ্ন শরীরের থাকে না
দরিদ্রাতার চিহ্ন নিয়ে কেন পৃথিবীতে আসল। যদি তারা নিজের শরীরের দরিদ্রততার চিহ্ন থাকে না।আমাদের দেশসহ দেশের মানুষে জীবন চাকার প্রতিছবি আমরা দেখতে পাই।বিশেষ করে দরিদ্র দেশ গুলোতে, উপজাতি মানুষের জীবন চলার পথটা অনেক বড় বাধা।তাদের ৩ বেলা খাওয়া এইটুকু কোন দিন চলে না,বসবাসের জন্য সামান্য মাথা গোজার স্থান নাই।
রাত হাওয়ার সাথে সাথে, রাস্তার ধারে বা ব্রিজের নিচে ঘুমিয়ে পরে।এই তো তাদের জীবন।যেখানে বড় লোক মানুষ খাদ্য নষ্ট করে, সেখানে দরিদ্র উপজাতি খাদ্য অভাবে না খেয়ে মারা যায়।এই তো পৃথিবী তাদের দেখার মতো কেউ নাই।ন্যায় অধিকার প্রতিষ্ঠার করা মানুষ গুলো ন্যায় কথা গুলো ভুলে যায়।ন্যায়ের কথা বলে অসহায় মানুষের হোকটুকু মেরে খাচ্ছে।পথে পথে বের হলে দেখা যায় হাজারও মানিষ রাস্তার ধারে শুয়ে আছে।কি অপরাধ ছিল তাদের কেন! তাদের বসবাসের জমি টুকু নাই। এই পথের মুক্ত পাখি গুলোর, চিন্তা একটু হলেও আমাদের করা উচিত? কেননা আমরাও তো মানুষ|
কারণ "
মানুষ মানুষের জন্য"
জীবন জীবনের জন্য"
একটু অনুভুতি মানুষকে
দিতে পার না বন্ধু।
মানুষ মানুষের জন্য